ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কয়েড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পৈত্রিক সম্পত্তি স্থানীয় একটি সন্ত্রাসী চক্র জবর দখলের পায়তারা বলে অভিযোগ ওঠেছে। প্রতিকার চেয়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ টাঙ্গাইলের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মো. মিনহাজ উদ্দিন (৩৮) সহ ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
জানাগেছে, ভূঞাপুর উপজেলার কয়েড়া মৌজার ৪৭০ নং খতিয়ানের ৩১৮/১০০৬ দাগের ৪৭ শতাংশ ভূমি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পৈত্রিকসূত্রে পান। ওই ভূমি জবর দখল করার চেষ্টা করায় তিনি আদালতের মাধ্যমে ভূমির উপর ১৪৪ ধারা জারি করান। ১৪৪ ধারা লঙ্ঘন করে স্থানীয় দাঙ্গাবাজ, লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনীর হোতা মিনহাজ উদ্দিন তার সহযোগীদের নিয়ে বীরমুক্তিযোদ্ধার ওই ভূমিতে সম্প্রতি একটি টিনের ছাপড়া ঘর নির্মাণ করে।
মামলা সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিসিএস ক্যাডার কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদের কাছে মিনহাজ গংরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তার পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে। ইতিপূর্বে একই কারণে বীরমুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হুমকি দেয়ায় আব্দুর রশিদ ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি(নং-১০০৩, তাং ২৯ জানুয়ারি) দায়ের করেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দায়ের করা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)কে তদন্তের জন্য আদেশ দিয়েছেন।