ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। মু্িক্তযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আজ মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসেবে ভবনের পাশে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ওই ভবনের উদ্বোধন করেন। পরে তিনি এ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
ভূঞাপুর উপজেলা পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ মজিদ মিঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ভবন নির্মান প্রকল্পের প্রধান পরিচালক মুজিবুল হক সমাজি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এম মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ প্রমুখ। এছাড়া স্থানীয় ও জেলার সরকার দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিইডি ২.৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ গত ২৬ অক্টোবর সম্পন্ন হয়।