আল আমিন শোভনঃ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও তাঁর ভাতিজা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল ভোটযুদ্ধে নেমেছেন। ৩ ডিসেম্বর(বৃহস্পতিবার) তারা দু’জন আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ আওয়ামীলীগের দলীয় প্রার্থী এবং তাঁর ভাতিজা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া, ভূঞাপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আজহারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন মনোনয়নপত্র দাখিল করেন।