ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর ছালাম মন্ডলের ছেলে লিটন মন্ডল (৩২) হুন্ডি ব্যবসা করে কয়েক বছরে কোটি টাকার মালিক বনে গেছেন। দেশের টাকা হুন্ডির মাধ্যমে নিয়মিত ভারতে পাচার করলেও তিনি প্রশাসনের ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।
জানাগেছে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, দার্জিলিং, হাওড়া, জলপাইগুড়ি, কুচবিহার, মুর্শিদাবাদ, কলকাতা, বহরমপুর, মেঘালয় সহ বিভিন্ন এলাকায় লিটন মন্ডলের হুন্ডি নেটওয়ার্ক বিস্তৃত। বাংলদেশ থেকে বা বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের টাকা গন্তব্যে পৌঁছাতে লিটন মন্ডলের জুরি নেই। লিটন মন্ডলের মোবাইল ফোনে উল্লেখিত এলাকার এজেন্টদের নাম্বর রয়েছে। যে কেউ টাকা পাঠাতে চাইলে তা ১০-১৫ মিনিটের মধ্যে গ্রাহকের হাতে পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিয়ে থাকেন লিটন মন্ডল।
একটি সূত্রমতে, দেশ থেকে পাসপোর্ট ছাড়া ভারতে যেতে চাইলে বা ভারতে টাকা পাঠাতে চাইলে ব্যাংক বা অন্য মাধ্যমে টাকা পৌঁছাতে সময় বেশি লঅগে আর লিটন মন্ডলের মাধ্যমে পাঠালে তৎক্ষণাৎ পাঠানো যায়। পাসপোর্ট ছাড়া ভারতে বেড়াতে বা চিকিৎসার জন্য যেতে চাইলে লিটন মন্ডলের মাধ্যমে গেলে কোন সমস্যা হয়না। সীমান্ত পাড়ি দেয়া, ভারতে অবস্থানকালে বেড়ানো বা চিকিৎসা নেয়া সবকিছুতেই লিটন মন্ডলের ‘মাধ্যম’ সবচেয়ে সুবিধাবহুল।
সূত্রমতে, অবৈধ হুন্ডি ব্যবসা করে অল্প দিনের ব্যবধানে শূণ্য থেকে কোটিপতি বনে গেছেন লিটন মন্ডল। ২০১২ সালের শেষ দিকে টাঙ্গাইলে সন্ত্রাসীদের হাতে পুলিশের এসআই খুনের ঘটনায় এক সময়ের দাপুটে খান পরিবারের পক্ষে লিটন মন্ডল অর্থ যোগানদাতা ছিলেন।
লিটন মন্ডলের মোবাইল ফোনের নাম্বার ও কললিস্ট পরীক্ষা করলেই অবৈধভাবে ভারতে লোকপাঠানো ও হুন্ডি ব্যবসার সহজ প্রমাণ পাওয়া যাবে বলে সূত্র দাবি করে।