ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের ৭ নেতাকে দেশত্যাগের হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার(২১ জুলাই) দিবাগত রাতে ওই ‘হুমকির উড়োচিঠি’ নেতাদের হস্তগত হয়। দেশত্যাগের হুমকি দিয়ে চিঠি পাওয়ার বিষয়ে রাতেই প্রশাসনকে জানানো হয়েছে।
সবুজ কালিতে লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ‘তোরা চলে যা। এ দেশ আমাদের। সময় ১৫ দিন। আল্লাহর আদেশ, এদেশে আল্লাহর নাম ছাড়া আর কিছু থাকবে না। চলে যা তোদের দেশে। না হলে তোদের বাবার কাছে পাঠাব। ১৫ দিন সময়। আল্লাহর হুকুম শেষ কথা। তোরা বিধর্মী, তোরা কাফের।’
দেশত্যাগের হুমকি দিয়ে চিঠি প্রাপ্ত সংখ্যালঘু নেতারা হচ্ছেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুজনের সম্পাদক ও ফলদা শরিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরণ দত্ত, ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সুশীল রঞ্জন বসাক, ফলদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য কনক চন্দ্র ঘোষ, ফলদা কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মণ, ফলদা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন মজুমদার ও স্থানীয় সংখ্যালঘু নেতা ভজন চন্দ্র ঘোষ। তাদের নাম উল্লেখ করে বৃহস্পতিবার(২১ জুলাই) দিবাগত রাতে ফলদা গ্রামের সরণ দত্ত, সাধন মজুমদার ও সুশীল রঞ্জন বসাকের বাড়ির গেটে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে দেশত্যাগের হুকমি সংবলিত চিঠি আটকিয়ে দেয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার গোপালপুর সার্কেল, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফজলুল কবির জানান, তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকায় আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।