ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় ভোট গ্রহনের এক ঘন্টার মধ্যে আওয়ামীলীগ ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল, শ্রমিক নেতা খায়রুল ইসলাম তালুকদার বাবলু সহ অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়েছেন। মুমুর্ষূ অবস্থায় মেয়র প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল, শ্রমিক নেতা খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর আওয়ামীলীগের সভাপতি ও দলীয় বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল(প্রতীক মোবাইল) বুধবার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ামাত্র আওয়ামীলীগ দলীয় প্রার্থী মাসুদুল হক মাসুদের কর্মী-সমর্থকরা দা-লাঠি নিয়ে তার উপর হামলা করে। ওই হামলায় তিনি দুই সহকর্মীসহ আহত হন।
অপরদিকে, প্রায় একই সময় আওয়ামীলীগের প্রার্থী মাসুদুল হক মাসুদের(প্রতীক নৌকা) সমর্থক ও উপজেলা শ্রমিকলীগের নেতা খায়রুল ইসলাম তালুকদার বাবলু পৌরসভার ঘাটান্দি কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক ও দলের অপর বিদ্রোহী প্রার্থী আজহারুল ইসলামের(প্রতীক জগ) ২০-২৫জন কর্মী-সমর্থক হামলা চালায়। হামলাকারীদের দা-লাঠি-হকিস্টিকের আঘাতে তিনি গুরুতর আহত হন।
এদিকে, সকাল ১০ টার দিকে ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের(নৌকা) সমর্থিত প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহিনুল ইসলাম তরফদার বাদল সহ উভয় পক্ষের প্রায় ৩৫ নেতাকর্মী আহত হন। এছাড়া, পৌরসভার বামনহাটা, তেঘরি ও ছাব্বিশা কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছেন। সাহিনুল ইসলাম তরফদার বাদল সহ কয়েকজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।