ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে চর জীবিকায়ণ প্রকল্পের (সিএলপি) দিনমজুরদের কাছ থেকে ১৫% হারে টাকা কেটে রাখার অভিযোগে এক ইউপি সদস্যের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে দুস্থ পরিবারগুলোর বাড়ির ভিটি উচু করণ, স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণ, নলকূপ স্থাপন প্রকল্পের কাজ করেছে চর জীবিকায়ণ প্রকল্প (সিএলপি) নামক একটি সংস্থা। এরই ধারাবাহিকতায় ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নের চরশুশুয়া গ্রামে কাজ করছে প্রায় ১৫০ জন দিনমজুর। প্রকল্প কর্তৃপক্ষ দৈনিক হাজিরায় প্রতিজনকে ৪০০ টাকা হারে মুজুরি দিয়ে থকে। কিন্তু স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন টোকা(৪৮) তদারকির নামে দিনমজুরদের প্রতিজনের ৪০০ থেকে নিয়মিত ১৫% হারে ৬০ টাকা করে কেটে রাখছেন।
দিনমজুররা জানায়, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন টোকার নেতৃত্বে জসৎপুরা গ্রামের নজরুল ইসলাম খাঁ(৩৮), তালতলা গ্রামের দেলোয়ার হোসেন দেলসাদ(৪০) ও রামাইল গ্রামের লালচান ভূইয়া (৩৫) সহ ১০-১৫ ব্যক্তি শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে এ টাকা আদায় করছে। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রকল্প চলাবস্থায় দিনমজুরদের ৩ লক্ষাধিক টাকা ইতোমধ্যে উল্লেখিতরা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় চর শুশুয়া গ্রামের মোহাম্মদ আলী বাদী হয়ে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা(নং-১৯৯/১৫) দায়ের করেন। আদালতের বিচারক ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ভূঞাপুর থানায় পাঠান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. দেলোয়ার হোসেন জানান, মামলাটির তদন্ত কার্যক্রম চলছে। মামলার প্রধান অভিযুক্ত তোফাজ্জল হোসেন টোকা’র বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের ওই কর্মকর্তা।
এ মামলার প্রধান অভিযুক্ত ইউপি সদস্য তোফাজ্জল হোসেন টোকা জানান, শ্রমিকরা মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে, ১৫% হারে টাকা আদায় বা দিনমজুরদের ভয়-ভীতি দেখানোর কথা সত্য নয়।