ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরের মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার(২৬ জানুয়ারি) সরকারি আইন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে লিগাল এইড’র আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান খান। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল ইসলাম নূরু, লিগাল এইড’র সমন্বয়ক মইন উদ্দীন মইন, প্রোগ্রাম অফিসার আরিফা খাতুন, শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় দুটি দলে বিভক্ত হয়ে কার্যক্রমের পক্ষে ও বিপক্ষে ৫জন করে ১০ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।