ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে সোমবার সকাল ১১টা দিকে ককটেল সাদৃশ্য বস্তু থেকে ১০০০পিস ইয়াবা উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জনা যায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে আরিফের চায়ের দোকানের সামনে অপরিচিত একজন লোক ব্যাগ হাতে ঘোরাফেরা করছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই লোকটিকে ডাক দেয়। সে তার হাতে থাকা ব্যাগটি রাস্তায় ছুড়ে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় লোকটির ব্যাগে থাকা ককটেল সাদৃশ্য বস্তু রাস্তায় ছড়িয়ে পড়েলে লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কনডম ও লাল-কাল স্কচটেপে মোড়ানো ২৬টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ককটেল সাদৃশ্য বস্তুগুলি খুললে তার ভিতর থেকে ১০০০পিস ইয়াবা পাওয়া যায়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফজলুল কবির জানান, আজ আমাদের একটি মাদক বিরোধী র্যালি ছিল। র্যালি চলাকালীন সময়ে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সাদৃশ্য বস্তু পাওয়ার খবর পেয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে কনডম ও লাল-কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তুগুলি খুললে তার ভিতর থেকে ১০০০টি ইয়াবা পাওয়া যায়। এব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।