আল আমিন শোভনঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ভূঞাপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে তিন দিন ব্যাপি পিঠা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সকালে ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বকুল তলায় এ মেলার আয়োজন করা হয়।
ভূঞাপুর শাখা উদীচী ও সাংস্কৃতিক জোটের সভাপতি নিখিল চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর পৌর সভার পুণ:নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোকমান ফকির মহিলা কলেজের উপাধ্যক্ষ নাট্যকার ও গীতিকার গোলাম রব্বানী রতন, ঘাতক দালাল নির্মূল কমিটির ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু। মেলায় ১০ টি স্টলে দেশীয় পিঠার আয়োজন করা হয়েছে।