মো. আল-আমিন খানঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আ. আওয়ালের বিরুদ্ধে গোবিন্দাসী গরুর হাট ইজারা না দিয়ে খাস কালেকশন এবং খাস কলেকশনেও অনিয়মের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে পত্র দিয়েছেন।
অভিযোগে জানাগেছে, দেশের দ্বিতীয় বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট ১৪২৩ বাংলা সনের জন্য যথারীতি দরপত্র আহ্বান করা হয়। দর বেশি হওয়ায় ১ম থেকে চতুর্থ দফা পর্যন্ত কোন ইজারাদার দরপত্রে অংশ গ্রহন করেননি। ফলে সরকারের পক্ষে ওই হাটে খাস কালেকশন করা হয়। পরে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে যথারীতি স্থানীয় গোলাম মোস্তফা ও বাবলু মন্ডল তিনটি দরপত্র ক্রয় করে ইজারা গ্রহনের নিমিত্তে দাখিল করেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আ. আওয়াল উপজেলা পরিষদ বা কমিটির সদস্যদের না জানিয়ে তিনটি দরপত্রই তিনি বাতিল বলে ঘোষণা করেন। পরে স্থানীয় হুন্ডি ব্যবসায়ী লিটন মন্ডল খাসটোল আদায়ের উপর ১৩% বেশিতে ২ লাখ ৪০ হাজার টাকা হরে ২১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ টি হাটবারে খাস কালেকশনের মাধ্যমে টোল আদায়ের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার দরপত্র কমিটিকে না জানিয়ে স্বউদ্যোগে খাস কালেকশনের অনুমতি দিয়েছেন। অভিযোগ রয়েছে, লিটন মন্ডলের আবেদনপত্রটির খসড়া ইউএনও মোহাম্মদ আ. আওয়াল নিজে লিখে দেন। উপজেলা চেয়ারম্যানের অভিযোগ(স্মারক নং-উপকা/ভূঞা/টাং/৪-২/২০১৪/১৬৭(৫) সূত্রে প্রকাশ, লিটন মন্ডলের চেয়ে প্রতিহাটে ৫ লাখ ৪২ হাজার ৮৭৫টাকা বেশি রাজস্ব দিয়ে মো. বাবলু মন্ডল ২১ জুলাই থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬টি হাট ৮৬ লাখ ৮৬ হাজার টাকায় এবং পরে ২৮ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর ১৪টি হাট ৭৬ লাখ ২৫০টাকা রাজস্ব দিয়ে খাসটোল আদায়ের অস্থায়ী অনুমতি চেয়ে ১০ লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে উপজেলা নির্বাহীর কাছে আবেদন করেছেন। অথচ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আ. আওয়াল সরকারি রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনা না করে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে লিটন মন্ডলকে খাশটোল আদায়ের অস্থায়ী অনুমতি দিয়েছেন। এসব বিষয়াদি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের অনিয়ম-দুর্নীতি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন। বিষয়টি উপজেলা থেকে জেলা সদর পর্যন্ত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা জানান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আ. আওয়াল তার আগের দুটি স্থানে অনিয়ম-দুর্নীতি, সেচ্ছাচারিতা ও নারী কেলেঙ্কারীরর কারণে অন্তত ১২টি মামলায় অভিযুক্ত, সেগুলোর অধিকাংশ মামলা চলমান রয়েছে। গোবিন্দাসী হাট থেকে আদায়কৃত বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতে তিনি অনিয়মের মাধ্যমে লিটন মন্ডলকে নামেমাত্র অস্থায়ী খাসটোল আদায়ের অনুমতি দিয়েছেন। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করেন এবং শাস্তি দাবি করেন।
ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট জানান, দেশের দ্বিতীয় বৃহত্তর গরুর হাট গোবিন্দাসী হাট নিয়ে যে ধরণের কেলেঙ্কারী উপজেলা নির্বাহী অফিসার করেছেন তা শুধু ঘৃণার নয় শাস্তিযোগ্য অপরাধ। তার শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বলেই ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আ. আওয়াল জানান, টেন্ডার প্রক্রিয়া থেকে খাস কালেকশন এবং সরকারি খাস কালেকশন থেকে অস্থায়ী খাসটোল আদায়ের অনুমোদন কোথাও আইনের ব্যত্যয় করা হয়নি। কাউকে ব্যক্তিগত সুবিধা দিতে কৌশলের আশ্রয় নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।