ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের পক্ষে কাজ না করে প্রত্যক্ষভাবে বিরোধীতা করায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম অ্যাডভোকেটসহ আওয়ামী লীগের প্রথম সারির ৫ নেতাকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার(২৫ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে বহিস্কারের কথা বলা হয়।
বহিস্কৃতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও অপর যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিনকে বহিস্কার করা হয়। এছাড়া তাদের আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়।
এরআগে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চলকে বহিস্কার করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।