ভ্রামমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় সংঘর্ষ-আটক ও বর্জনের মধ্য দিয়ে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন শেষে চলছে গণনা।
ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হওয়ার প্রথম দিকেই উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। মোমিনপুর সরকারি প্রাথমিক কেন্দ্রে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল দেওয়ার প্রতিবাদ করায় ধানের শীষের প্রার্থীকে লািঞ্চত করা হয়। গাবসারা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষে ৬ জন আহত হয়। সংঘর্ষের জেরে প্রায় ১ঘণ্টা ভোট গ্রহন বন্ধ থাকে। বিকালে অলোয়া ইউনিয়নের ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই কালে আ’লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ট ফাঁকা গুলি ছুঁেড়। এ ঘটনায় অন্তত দুইজন আহত হন। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ ভোলা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদুজ্জামান পলাশ এবং ওয়াজেদা সালাম পপি সহ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তানজিদা পারভীনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে।
এদিকে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১২ নং মির্জাপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারমান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জন করেন। দলীয় এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার(৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। মোস্তাফিজুর রহমান জসীম অভিযোগ করেন, মির্জাপুর ইউনিয়নের ৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোট দিচ্ছে। প্রশাসনের সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ নির্বাক থাকায় ওই অনিয়মের জন্যই তিনি ভোট বর্জন করেন।
এ ব্যাপারে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল লতিফ বলেন, ভোটের ফলাফল ঘোষণার আগেই সব দলের পুলিং এজেন্টদের সই নেয়া হয়েছে। পরে বিএনপি সমর্থক এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি।