ভূঞাপুর ৯ মার্চ : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির। প্রধান আলোচক হিসেবে, উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আলীম আকন্দ ও সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান।