ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শুক্রবার(১৮ মার্চ) বিকালে অজ্ঞাত এক মহিলার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। মহিলাকে হাপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যাওয়ায় এ রহস্য দেখা দিয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদুজ্জামান জুয়েল জানান, শুক্রবার(১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকজন লোক ৩৫ বছর বয়সী মাথায় আঘাতপ্রাপ্ত এক মহিলাকে জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় আগতরা চিকিৎসকদের জানায় মহিলাটি টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া নামকস্থানে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তারা হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোন এক ফাঁকে রোগীর সাথে আগত সবাই হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে মহিলাকে অজ্ঞাত পরিচয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নং বেডে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় সন্ধ্যায় মহিলাটি মারা যায়। মহিলাকে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ায় মহিলার মৃত্যু নিয়ে সন্দেহ হলে চিকিৎসকরা থানায় খবর দেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহিলাটির কোন স্বজনের খোঁজ না পাওয়া এবং মহিলাকে রেখে আগতদের চলে যাওয়ার কারণে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।