কামরুল হাসানঃ
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ভূমিমন্ত্রী শামছুর রহমান ডিলুর ছেলে শরীফ রানার বিদেহী আত্মার শান্তি কামনায় কালিহাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যায় এলেঙ্গা রিসোর্টে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এছাড়া কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবু নাসের, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, ভূমিমন্ত্রীর এপিএস মুকুল হাসান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন রাজাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বঙ্গবন্ধুসেতুর উপর একাধিক সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ রানাসহ ৯ জন নিহত হয়।