ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার বুজুর্গ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার(১৭ নভেম্বর)। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগন মঙ্গলবার(১৭ নভেম্বর) মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী শরাফত আলী খান। ৯৬ বছর বয়সে ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাঙময় জীবনের অধিকারী এ বরেণ্য নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। তিনি আমৃত্যু কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন।