
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে শাপলা প্যানেলের মজনু-বিদ্যুৎ পরিষদের পরিচিতি ও ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা অনুশীলন করে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী কর্মসূচী বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ শাপলা প্যানেলের সভাপতি পদপ্রার্থী মফিজুল ইসলাম মজনু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছাদিকুল হক, সহহ-সভাপতি সত্য সাহা, সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.আজাদ সোবহানী আল ভাসানী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সহ- অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদুজ্জামান ফারুকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল করিম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মেহের আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া পারভীন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ আব্দুর রফিক, মো. ফারুক হোসেন, মুহাম্মদ ইপিয়ার হোসেন, এস.এম সেলিম মিয়া ও ডাঃ হারুন-অর-রশিদ রাসেল।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের এর ভোটার সংখ্যা ২৪৩জন।