মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসী নেতা পীরেন স্লান-এর ১২তম মৃত্যুবার্ষিকী ৩ জানুয়ারি (রোববার) পালন করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আদিবাসী সংগঠনগুলো মধুপুর গড়ের জয়নাগাছায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে স্মরণ সভার আয়োজন করে। এছাড়া এ উপলক্ষে পীরেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা পীরেন স্লানসহ মধুপুর গড়ে প্রতিটি আদিবাসী খুনের ঘটনার বিচারের দাবি জানান।
বিগত ২০০৪ সালের ৩ জানুয়ারি ইকো পার্ক বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন পীরেন স্লান। দীর্ঘ একযুগ পেরিয়ে গেলেও ‘আইনের মারপ্যাচে’ পীরেন হত্যামামলাটি আলোর মুখ দেখেনি। বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে পীরেনের বাবা-মা ক্লান্ত হয়ে পড়েছেন। বৃদ্ধ বাবা-মা মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান।
প্রকাশ, মধুপুর গড়ে বন বিভাগ ইকোপার্ক প্রকল্প গ্রহণ করে। ওই প্রকল্পের আওতায় বনের বিস্তীর্ণ এলাকা দেয়াল দিয়ে ঘিরে ফেলের উদ্যোগ নেয়া হয়। বন এলাকায় বসবাসরত আদিবাসীরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে সমবেত হতে থাকে গায়েরা গ্রামে। জয়নাগাছা গ্রাম থেকে পীরেন স্লানও মিছিল নিয়ে সেখানে রওনা হন। কিছু পথ এগুবার পরেই জালাবাধা নামক স্থানে পুলিশ ও বন রক্ষীদের ছোঁড়া গুলিতে শহীদ হন তিনি।