ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরের বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জাকিয়া বিশ্বের একাধিক দেশ জয়ের পর পদক জয়ের আশায় এবার যুক্তরাষ্ট্রে গেছে। দ্বিতীয় বারের মতো স্পেশাল অলিম্পিকে যোগ দিতে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে জাকিয়া। দেশের প্রতিনিধিত্বকারী সুইড বাংলাদেশের একদল বুদ্ধিপ্রতিবন্ধি ক্রীড়াবিদের সঙ্গী হয়ে জাকিয়া মঙ্গলবার রাত ১১টার পর হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান যোগে দেশ ত্যাগ করবে।
মধুপুর বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয় সূত্র জানায়, মধুপুর পৌর শহরের শহিদুল ইসলাম মিন্টু এবং কনা বেগমের প্রথম সন্তান জাকিয়া। জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধি জাকিয়া ৮ বছর বয়সে ওই বিদ্যালয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিয়ে বেশ কয়েকটি পদক জিতে জাকিয়া বিদ্যালয়ের সুনাম বয়ে নিয়ে এসেছে। তার মা কনা বেগম জানান, ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে বউচি খেলায় দলীয় ও এককভাবে জাকিয়া দু’টি স্বর্ণ পদক জয় করে দেশের মুখ উজ্জল করে। পরের বছর (২০১৪ সালে) ভারতে অনুষ্ঠিত কালচারাল প্রোগামে আমন্ত্রিত হয়ে জাকিয়াসহ দেশের প্রতিনিধিত্বকারী দল বেশ সুনাম বয়ে নিয়ে আসে। জাকিয়া ভারত থেকেও পদক চিহ্ন নিয়ে দেশ ও ঘরে ফেরে। এবার বিশ্ব আয়োজন স্পেশাল অলিম্পিকে দ্বিতীয় বারের মতো যোগ দিতে সে যুক্তরাষ্ট্রে গেছে। এজন্য প্রস্তুতি নিতে সুইড বাংলাদেশের আয়োজনে ঢাকায় প্রায় ১ মাসের প্রশিক্ষণ নিয়েছে। জাকিয়ার ইভেন্টে (বউচি খেলা) দেশের মধ্যে প্রথম হয়েছে। তার সঙ্গে অপর এক মেয়ে যাচ্ছে।
সুইড বাংলাদেশের উদ্দেশ ও লক্ষ্যে গড়ে উঠা মধুপুর বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের সংশ্লিষ্ট এবং পরিবার আশা করছেন, এবারও জাকিয়া পদক ছিনিয়ে এনে দেশের গর্বের জায়গাটা আরো বিস্তৃত করবে।
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে জাকিয়া হাসিমুখে অথচ দৃঢ় কণ্ঠে জানায়, সে এবারও পদক জিতবে।