মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের অভিবক্ত মধুপুর-ধনবাড়ী উপজেলার দ্বিতীয় উপজেলা চেয়াম্যান (১৯৯০ সালে নির্বাচিত) আব্দুল বাছেত সরকার রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২৯ ফেব্রুয়ারি) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর তার নিজ বাস ভবনে নামাজে জানাজা শেষে পারিবারিক করস্থানে তাকে দফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
আব্দুল বাছেত সরকারের মৃত্যুতে পৌর মেয়র মাসুদ পারভেজ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি অরণখোলা(অভিবক্ত) ইউনিয়নের ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন।