মো. লিটন সরকার:
টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র্যালি ও র্যালি শেষে আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র মধুপুরের সচেতন নাগরিক কমিটি-সনাক ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
বুধবার(২৮সেপ্টেম্বর) বেলা ১১টায় “তথ্যই শক্তি; জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম খান আবু।
আলোচনা সভায় উপজেলা নির্বহিী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস সভাপতিত্ব করেন। দিবসটির প্রতিপাদ্যের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য এবং তথ্য ও পরামর্শ উপ-কমিটির আহবায়ক শায়েমা জাহান। সনাক সভাপতি ডা.মীর ফরহাদুল আলম মনি অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব করেন। পরে বিদেহী আতœার শান্তি কামনায় সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে লেখকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সনাক উপদেষ্টা বজলুর রশীদ খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রমুখ