মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর শহরের আনারস চত্বরে রোববার(৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কারিতাস, সাস, পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র, আইপিডিএস, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, সিবিএসডিপি, সিমবায়োসিস বাংলাদেশ, ব্র্যাক, হ্যাবিটেট বাংলাদেশ, নিজেরা করি, সূর্যের হাসি ক্লিনিক ও উদয়-এর সহযোগিতায় ‘অধিকার-মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মধুপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শিল্পী দে’র সভাপতিত্বে এবং পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রজেক্ট অফিসার জুলহাস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন এনজিও প্রতিনিধিদের মধ্যে কারিতাস-এর ফিল্ড সমন্বয়কারী সূচনা রুরাম, নিজেরা করি’র বিভাগী প্রশিক্ষক সবিতা কস্তা, হ্যাবিটেট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী তৌফিকা ইসলাম, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।