মধুপুর প্রতিনিধিঃ
‘অধিকার, মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরের জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্দোগে আšর্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
গত ৩ মার্চ মাগন্তিনগর নিম্ন মাধ্যমিক বিদ্যায়ের ছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে ওই প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ম্যাচ ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জলছত্র এডিপির রেজিষ্টারকৃত ৩০ টি সিবিও সদস্যদের ছেলে-মেয়েরা খেলায় অংশগ্রহন করছে। ৩ মার্চ বেরিবাইদ সরকারি প্রথমিক বিদ্যালয়, ইদুলপুর হাইস্কুল, সংগ্রাম শিমুল প্রথমিক বিদ্যালয় মাঠে এবং ৪ মার্চ কালিয়াকুড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পীরগাছা সেন্টপল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।