মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে আগামীকাল (১৩ জুলাই) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বেরীবাইদ ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে বিশজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১১ জুলাই) বিকালে বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া উত্তর পাড়ায় আ‘লীগের প্রার্থী জুলহাস উদ্দিন( নৌকা প্রতীকের) ও আ‘লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের(আনারস প্রতীকের) কর্মিদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন, উত্তর জাঙ্গালিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে ভোট চাইতে গেলে নৌকা প্রতীকের কর্মীরা আনারস প্রতীকের কর্মীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় আনারস প্রতীকের পাঁচ মহিলা কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন প্রার্থীর ছোট ভাই আয়নাল মেম্বার, অপর ভাই গোলাপ হোসেন, গুবুদিয়া গ্রামের নারী কর্মি মমতা বেগম, সুফিয়া বেগম, রোকেয়া বেগম, মনোয়ারা বেগম, এবং জাঙ্গালিয়া গ্রামের আমিরন বেগম। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে গেলে আ‘লীগের নেতৃবৃন্দ রোগীদের ভর্তিতে বাধা দিয়েছেন বলেও অভিযোগ করেন প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, আওয়ামীলীগ কর্মীরা হাসপাতাল চত্বরে চড়াও হলে হাবু মিয়াসহ তিন আনারস কর্মী আহত হন। পরে আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনারস প্রতীকের প্রার্থী আব্দুল কাদের আরো অভিযোগ করেন, নৌকা প্রতীকের কর্মীদের উপর্যুপরি হামলার প্রতিবাদে গত ২ জুলাই তার কর্মীরা মধুপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, আব্দুল কাদের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী জুলহাস উদ্দিন অভিযোগ করেন, আনারস প্রতীকের কর্মীরা এলাকায় নৌকা প্রতীকের কর্মিদের মারপিট করছে । এতে জাঙ্গালিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মিন্টু আহমেদ, বেরীবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আ. কাদের, ময়েন উদ্দিনের ছেলে সিরাজ, মনেশ রিচিলের ছেলে লিউ রেমা, আ‘লীগ কর্মি সাধারণ সদস্য প্রার্থী সঞ্জু মানখিন আহত হয়েছেন।
মিন্টু, সিরাজ ও লিউ রেমাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নৌকা প্রতীকের কর্মীরা মঙ্গলবার বিকালে জলছত্র পুলিশ ফাঁড়ি ঘেরাও করে প্রতিকার দাবি করেছেন। ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম দুই পক্ষের মধ্যে সামান্য সংঘর্ষের কথা স্বীকার করেন। এদিকে প্রাথী জুলহাস উদ্দিন এ বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, নৌকা ও আনারস প্রতীকের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।