মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী রফিকুল ইসলাম (৪০) নামে এক ওষুধ কোম্পানীর কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার(২ জুলাই) বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের মধুপুর উপজেলার জেলখানার বাইদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রফিকুল ইসলাম ইবনে সিনা নামক ওষুধ কোম্পানীতে ময়মনসিংহ এলাকায় কর্মরত ছিলেন। তিনি শনিবার(২ জুলাই) ঈদের ছুটিতে মোটর সাইকেলযোগে সিরাজগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে আসার পর বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।