মধুপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মধুপুরে একটি ট্রাকে তল্লাসি চালিয়ে বিপুলপরিমাণ ভারতীয় শাড়ীসহ চালক ও হেলপারকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। সোমবার ২৯ আগস্ট বিকালে মধুপুর ময়মনসিংহ মহাসড়কের টেলকি নামক স্থানে ব্যারিকেট দিয়ে চোরাই কাপড় ও ট্রাকসহ ২ জনকে আটক করা হয়।
জানাযায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মো. শহিদুল আলম’র নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে টেলকি স্থানে সোমবার ২৯ আগস্ট বিকালে এ অভিযান চালায়। এসময় ঢাকা মেট্রো-ট-১৬-৭৫৯৪ নাম্বারের একটি ট্রাক আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে বিপুলপরিমাণের ভারতীয় অবৈধ শাড়ী কাপড় আটক করা হয়।
এএসপি সার্কেল গোপালপুর মো. মাসুদুর রহমান আটক মালামাল ও গণনার কাজ পরিদর্শন করছেন। এসআই রোকুনুজ্জামান, এসআই আতিকুর রহমান ও এসআই ফকরুল ইসলাম ৬ জন শ্রমিক নিয়ে আটককৃত কাপড় ও গণনা ও তালিকা করছেন। বিস্তারিত আসছে