ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে এলিটফোর্স নামক একটি সিকিউরিটি সার্ভিস তাদের সিকিউরিটি গার্ডদের সাথে তুঘলকি কান্ড শুরু করেছে। তুঘলকি কান্ডের শিকার এলিটফোর্সের চাকুরি হারানো ৬ গার্ড প্রতিকার চেয়ে সিআইডি’র অতিরিক্ত মহাপুলিশ পরির্দকের কাছে অভিযোগ করেছে।
অভিযোগে প্রকাশ, এলিটফোর্সের টাঙ্গাইল জেলা কমান্ডার মো. আব্দুল আলিমের নেতৃত্বে ২০০জন সিকিউরিটি গার্ড রয়েছে। তাদেরকে টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, জামালপুর ও শেরপুর জেলার বিভিন্নস্থানে দায়িত্বে দেওয়া হয়েছে। মধুপুরের জলছত্র এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামক এনজিও এলিটফোর্স থেকে ২০১৩ সালে ৪জন সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়। নিয়োগের সময় জেলা কমান্ডার মো. আব্দুল আলিম গার্ডদের কাছ থেকে ২০ থেকে ৩৫ হাজার টাকা উৎকোচ নেন। এছাড়া প্রতিমাসের উত্তোলন করা বেতন থেকে ৫/৬শ’ টাকা তাকে দিতে হচ্ছে। যেসব গার্ড বেতন উঠিয়ে মো. আব্দুল অলিমকে টাকা না দেয় তাদেরকে নানা ছলছুতোয় প্রত্যাহার ও চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এভাবে শুধুমাত্র মধুপুর থেকে ৬ জন গার্ডকে বরখাস্ত/প্রত্যাহার করে পুনরায় উৎকোচ নিয়ে নতুন গার্ড নিয়োগ দেওয়া হয়েছে। আবার বরখাস্তকৃত গার্ডদের নামে বেতন উত্তোলন করে আত্মসাতও করেছেন।
সম্প্রতি বরখাস্ত হওয়া সিকিউরিটি গার্ড আ. আজিজ জানায়, তিনি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসারের কাছ থেকে দু’দিনের ছুটি নেন। পরে ফিরে এসে দেখেন, চার দিনের অনুপস্থিতি দেখিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রায় একই রকম অভিযোগ করেন, বরখাস্ত হওয়া গার্ড মামুন, কামাল, কাদের, বাবুল ও মনির।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এলিটফোর্সের জেলা কমান্ডার মো. আব্দুল আলিম ইতোপূর্বে একটি সাইকেল চুরি করেন। পরে সাইকেলটি ফেরত দেওয়ার শর্তে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।
খেটে খাওয়া এসব গার্ডদের কাছ থেকে নানা ছলছুতোয় ‘টাকা’ নেওয়ায় স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে সম্প্রতি স্থানীয় একটি ক্লাবে সালিশ হয়। সালিশে জেলা কমান্ডার আব্দুল আলিমের নানা দুর্নীতির প্রমাণ উত্থাপন করা হলেও অমিমাংসিত ভাবে শেষ হয়।
এলিটফোর্সের জেলা কমান্ডার মো. আব্দুল আলিম জানান, তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তবে, স্থানীয় এক গার্ডকে নিয়ে সামান্য সমস্যা হয়েছিল স্বীকার করে তিনি জানান, ওই বিষয়টি স্থঅনীয় পর্যায়ে সালিশের মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে এলিটফোর্স নামক সিকিউরিটি সার্ভিস সেন্টার সম্পর্কে নানা মুখরোচক আলোচনা-সমালোচনা হলেও সংস্থাটির উর্ধতন কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেনা। ক্ষতিগ্রস্ত সিকিউরিটি গার্ডরা মো. আব্দুল আলিমের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছে।