মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ নভেম্বর উপজেলার বেদুরিয়া প্রাইমারী স্কুল মাঠে চিংআ ব্রিং, জাসেংআ, বাগাছাস ও সেডো এর যৌথভাবে এই ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়।
এ উৎসবের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সন্তুষ্টি লাভের জন্য উৎপাদিত শষ্য সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করা হয়। সকালে পুরোহীত ঐতিহ্যগত সকল আচার সম্পন্ন করে ইশ্বরের প্রতি শষ্য উৎসর্গ করেন।
পরে গারো আদিবাসিদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপি এ উৎসবে এলাকার হাজার হাজার গারো নারী পুরুষ উপস্থিত ছিলেন।
উক্তো ওয়ানগালা অনুষ্ঠানে রুপালী নকরেকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা গোলাম আহাদ, মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) আব্দুল মালেক, মধুপুর ট্রাইভাল এসোসিয়েশনের সভাপতি উলিয়াম দাজেল প্রমুখ।