মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতিতে রপ্তানিযোগ্য সবজি উৎপাদনে আধুনিক কলাকৌশল ও সংগ্রহ পূর্ব ব্যবস্থাপনা বিষয়ে চাষীস্তরে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) দুপুরে মধুপুর উপজেলার ভবাণীটেকি বাজারে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোটারস অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিবিজনেস ফর ট্রেড কমপেটিভনেস (এটিসি-পি) প্রজেক্ট, বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এতে কারিগরি সহযোগিতা দেয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, মধুপুর উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মহিউদ্দিন।
বেগুন, করলাসহ অন্যান্য নির্বাচিত রপ্তানিযোগ্য সবজি কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতিতে উৎপাদনে ভবানী টেকি ও কুড়াগাছার ২৫ জন নির্বাচিত চাষীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাপস কুমার সরকারের সঞ্চালনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শাহাদত হোসেন চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঢাকাস্থ খামারবাড়ীর উপ-পরিচালক(এক্সপার্ট) সংগনিরোধ উইং ও ডিএই আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর(কোয়ারেন্টাল স্টেশন) এর উপ-পরিচালক হাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে এটিসিপি প্রজেক্ট ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, মনিটরিং অফিসার জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।