মো. লিটন সরকারঃ
টাঙ্গাইলের মধুপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘কো-অপারেটিভ আর্থিক ও মূলধন ব্যবস্থাপনা’ শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ও ২৩ নভেম্বর(রোববার ও সোমবার) মধুপুর উপজেলার জলছত্র এডিপি’র নিজস্ব হল রুমে সভাপতিত্ব করেন, এডিপি ম্যানেজার মি. পরিতোষ রেমা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশনের কৃষি কর্মকর্তা সুব্রত চাকমা। দুই দিনের ওই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত জন পালমা সহ ৩০ জন সিবিও নেতৃবৃন্দ।
ওই প্রশিক্ষণে মধুপুর উপজেলার ৩০টি রেজিঃ সমবায় সমিতির ৩০ জন প্রতিনিধি অংশ নেন।