মধুপুর ৪ মার্চ : টাঙ্গাইলের মধুপুরের পীরগাছা রাবার বাগানের বিশ লাখ টাকার অপরিশোধিত চোরাই রাবার ও কাভার্ডভ্যানসহ মো. বাবুল মিয়া (৪৮) ও আবদুর রহমান (৩১) নামের দুইজনকে আটক করেছে ময়মনসিংহের মুক্তাগাছার ২-আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
ভোর রাতে পীরগাছা বাগান এলাকার কাছেই গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তারা এ রাবার উদ্ধার করেছে।
এ ঘটনায় মধুপুর থানায় সকালে মামলা হয়েছে। গভীর রাতে এপিবিএন পরিদর্শক (নি.) মো. কাইয়ুমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ওসি কাইয়ুম গণবিপ্লবকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রোঃ ট-১১-৮৬৮১) ভরে পাচারের সময় ১০ মে.টন অপরিশোধিত চোরাই কাঁচা রাবার উদ্ধার করা হয়েছে।
এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় রাবার পাচারের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের সৈয়দপুরের ফকিরেরবাড়ি গ্রামের কামাল ফকিরের ছেলে আ. রহমান ও স্থানীয় পীরগাছা বাগান এলাকার আবদুস সামাদের ছেলে মো. বাবুল মিয়াকে আটক করা হয়েছে। বাকি বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে।