মধুপুর প্রতিনিধি-
“সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে মধুপুরে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
মধুপুর উপজেলা সমবায় অফিস, জলছত্র এডিপি ওয়ার্ল্ডভিশন ও উপজেলা রেজিঃ সমবায় সমিতির যৌথ উদ্যোগে ৭ নভেম্বর (শনিবার) বর্ণাঢ্য শোভাযাত্রা ও জেলা পরিষদ হল রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা সরকার, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ শাহাদৎ হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, জলছত্র এডিপি ওয়ার্ল্ডভিশনের প্রজেক্ট অফিসার সুব্রত চাকমা প্রমূখ।
অনুষ্ঠানের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। পরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।