মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সরকার শহীদুল ইসলামের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণকালে বিএনপিকর্মী আক্তার হোসেনকে(৩০) পুলিশ হাতে নাতে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জেল ও জরিমানা করা হয়। বিএনপিকর্মী আক্তার হোসেন পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামে পুলিশ অভিযান চালায়। এ সময় ভোটারদের হাতে ধানের শীষের পক্ষ থেকে লিফলেট ও নগদ অর্থ প্রদান করার সময় বিএনপিকর্মী আক্তার হোসেনকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছে নগদ ৫ হাজার ৫৫০ টাকা ছিল।
পরে মধুপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়ার সহকারি কমিশনার (ভূমি) নূরে তাজনিমার সামনে হাজির করলে তিনি মোবাইল কোর্ট বসিয়ে বিএনপিকর্মী আক্তার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডাদেশও প্রদান করেন তিনি।