মধুপুর প্রতিনিধিঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘প্রিয় টাঙ্গাইল জেলা’ ফেসবুক গ্রুপ।
শনিবার(২ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড চত্তরে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা সেনানিবাস এলাকায় একজন শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা প্রমাণ করে নারীরা আজ আমাদের সমাজে কতটা নিরাপত্তাহীন ও ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সেই সকল নরপিশাচদের বিচার চাই। চুপ করে থাকলে চলবে না। যার যার যায়গা থেকে আওয়াজ তুলতে হবে। সবার কাছে অনুরোধ সবাই ঐক্যবদ্ধ হোন। তনু হত্যার সঠিক তদন্ত চাই। তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তনু হত্যার সঠিক বিচার না হলে মানব বন্ধন থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মধুপুর পৌরসভার মেয়র মো. মাছুদ পারভেজ, এনসিসি ব্যাংকের মধুপুর শাখার কর্মকর্তা মো. কবির আহমেদ হীরা, দৈনিক প্রগতির আলোর প্রধান সম্পাদক মো. নাজমুছ সাদাৎ নোমান,
প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের আহ্বায়ক মো. ফারুক আহমেদ হেলাল, অ্যাডমিন মো. সানোয়ার হোসেন প্রমুখ।