মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে দুইটি মন্দিরের ৬টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী (দড়িহাসিল) গ্রামের হিন্দু অধ্যুষিত মহল্লায় রোববার(২৭ ডিসেম্বর) গভীর রাতে ২টি মন্দিরে মোট ৬টি প্রতিমা রাতের আধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, মধুপুর পৌরসভা সংলগ্ন গ্রামে পাশাপাশি অবস্থিত শ্মশান কালী ও রক্ষা কালী মন্দিরের ২টি কালী, ২টি শিব ও ২টি শিতলী প্রতিমা রোববার(২৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ওই প্রতিমাগুলো ভাংচুর করে।
এ ঘটনায় ওইদিনই গোপালপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসন, উপজেলা চেয়ারম্যান আ’লীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার আলম খান আবু, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায় সূত্রে জানায়, রাতের আঁধারে কে বা কারা প্রতিমাগুলো ভাংচুর করেছে। তারা আরও জানায়, শত বছরেও এখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি রহস্যজনক।