মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ঝটিকা মিছিল থেকে রুবেল (২৪) ও আল আমিন (২২) নামে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মধুপুর পৌর শহরের নতুন বাজার হাটখোলা থেকে তাদের আটক করা হয়। রুবেল পৌরসভার জোয়াহের আলী তালুকদারের ছেলে ও আল আমিন জোয়াদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুদ্ধাপরাধী মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামায়াত। হরতালের পক্ষে মধুপুরে জামায়াত-শিবির হাটখোলা থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটিকে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুবেল ও আল আমিনকে আটক করে পুলিশ। মধুপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল আলম দুই শিবির কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।