মো. আল-আমিন খানঃ
টাঙ্গাইলের মধুপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ২ জঙ্গি নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার শঙ্কায় পুলিশ মধুপুরের বিভিন্ন এলাকা নজরদারিতে রাখে। মধুপুর-ময়মিনসিংহ সড়কের টেলকি এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেল যোগে দুই যুবক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদের থামাতে চাইলে তারা পুলিশের উপর ককটেল ও চাপাতি দিয়ে আক্রমন চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ২ জঙ্গি আহত হয়। আহত অবস্থায় দুজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি চাপাতি বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে।
টাঙ্গাইল জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, বন্দুকযুদ্ধে নিহত দুজন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।