মধুপুর প্রতিনিধিঃ
প্রতিবন্ধি কোন রোগ নয়, তারাও এই সমাজের অংশ। তাদেরকে সমাজের মূল স্রোত ধারায় আনতে হবে। এই লক্ষে টাঙ্গাইলের মধুপুর জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা ও উন্নয়নে একীভূতকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল (সোমবার) দিনব্যাপি জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এডিপি হল রুমে প্রতিবন্ধি শিশুদের অভিবাবক, শিক্ষক-শিক্ষিকা ও এসএমসি সদস্যদের অংশ গ্রহনে ওই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জলছত্র এডিপি ম্যানেজার পরিতোষ রেমা’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জলছত্র মিশনের ফা. অ্যাপোলো রোজারিও সিএসসি, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল হাকিম, সামাজিক উন্নয়ন কর্ম প্রচেষ্টা(ডে কেয়ার)’র পরিচালক নাসরিনা পারভীন রিনা, সুইড বাংলাদেশ মধুপুরের খালেদা নাসরিন, জলছত্র এডিপি’র শিক্ষা কর্মকর্তা হেনরি জন কস্তা, বাবলি রংমা।