মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে খ্রিস্টান ধর্মযাজক মার্কিন নাগরিক ফাদার ইউজিন হোমরিককে প্রাণনাশের হুমকির দেয়া হয়েছে। তাঁর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনও করা হয়েছে। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে গত মঙ্গলবার(২২ ডিসেম্বর) রাতে ফাদার হোমরিককে জেএমবির নামে ওই হত্যার হুমকি দেয়া হয়।
মধুপুর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকায় অবস্থিত সেন্ট পৌল চার্চের পাল পুরোহিত ফাদার হোমরিক গত শতকের পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে মধুপুরে অবস্থান করছেন।
সেন্ট পৌল চার্চের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রবীণ দালবত জানান, মঙ্গলবার(২২ ডিসেম্বর) রাতে ফাদার হোমরিকের মুঠোফোনে হুমকি দিয়ে বার্তাটি আসে। এতে প্রেরকের নাম লেখা হয়েছে জামান মজুমদার। এই হুমকি পাওয়ার পর মধুপুর থানার পুলিশকে জানানো হলে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। ফাদার হোমরিকের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।