মধুপুর প্রতিনিধি :-
অগ্নি নির্বাপণের বাস্তব মহড়া, যান্ত্রিক মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলের মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উড়িয়ে সপ্তাহ ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার ও মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা এস কে তুহিন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ফায়ার স্টেশনে কর্মরতদের সাথে মতবিনিময় করেন।
‘‘দুর্যাগ- দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে প্রয়োজন, জনসচেতনতা ও প্রশিক্ষণ” এবারের প্রতিপাদ্যে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুপুর ১২ টায় উপজেলা শহরের সাবা স্কয়ার মার্কেটে অগ্নি নির্বাপণের বাস্তব মহড়া ও পরে পুরো পৌর শহরে যান মহড়া প্রদর্শন করে। এসময় জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করা হয়।