মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের আটক করে মধুপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মধুপুর উপজেলার আদালত পাড়ার আকতারুজ্জামান কাজলের ছেলে সালামুন মাউন শাকিল (১৯) ও জটাবাড়ী গ্রামের খন্দকার আব্দুল লতিফের ছেলে মাহে সুরুজ্জামান প্রতীক (বাবু)।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) শহিদুল আলম জানান, মধুপুর পৌর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গ্রেপ্তারকৃতদের একজন। পরে কৌশলে গোপন ক্যামেরায় মেয়েটির অশালীন দৃশ্য ধারণ করেন ওই দুই ছাত্র। এরপর ফেসবুকে একটি ভূয়া অ্যাকাউন্ট খুলে ভিডিওচিত্রটি ছেড়ে দেয় তারা। এতে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বুধবার(৬ এপ্রিল) বিকালে থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর পৌর শহরের সরকার মার্কেটের পিছন থেকে বাবুকে ও বাড়ির কাছ থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং সাইবার আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।