মো. লিটন সরকারঃ
টাঙ্গাইলের মধুপুরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।
৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার পীরগাছা সেন্ট পৌলস্ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন কমিটি’র উদ্যোগে এবং জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, টিআইবি- সনাক, মধুপুর, ওয়ার্ল্ড ভিশন জলছত্র এডিপি, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাগাসাস, সিবিএসডিপি, কারিতাসসহ বেশ কয়েকটি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।
দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। ।
সকাল ১০ টায় ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’ এই মূল প্রতিপাদ্যে ‘খা-সাংমা,খা- মারাক’ শ্লোগানে র্যালি বের হয়। সমতলে বসবাসকারী নৃ-জাতি গোষ্ঠীসহ গারোদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবির পাশাপাশি ভূমি অধিকার প্রতিষ্ঠা, সম্প্রতি মধুপুরের রিজার্ভ ফরেস্ট সংক্রান্ত গেজেট প্রত্যাহারসহ গারো অধ্যূষিত এলাকাকে রিজার্ভ ফরেস্টের আওতামুক্ত রাখার দাবি তুলেন ।
দিনব্যাপি কর্মসূচির আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। অনুষ্ঠানে আদিবাসী ও প্রাণবৈচিত্র বিষয়ক লেখক গবেষক পাভেল পার্থ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ. রাজ্জাক এমপি বলেন, কোন যৌক্তিক কারণ ছাড়া একজন আদিবাসীকেও তার অবস্থান থেকে উচ্ছেদ করা হবে না। প্রয়োজনে অতীতের ন্যায় আগামী দিনেও আপনাদের পাশে আমাকে পাবেন বলে প্রতিশ্রুতি দিলে আদিবাসীরা উছ¦াস প্রকাশ করেন।
জয়েনশাহাী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক ইউজিন নকরেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, পৌর মেয়র মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, আদিবাসী গবেষক ও কারিতাস পরিচালক থিওফিল নকরেক, যষ্ঠিনা নকরেক, বেনেডিক্ট মাংসাং সহ রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বজনীন প্রার্থনা পরিচালনা করেন নারী সংগঠন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ¤্রং।
এছাড়া দিবস পালনের অনুষ্ঠানে পীরগাছা মিশনের পাল পুরোহিত মধুপুরে গত ৬১ বছর ধরে অবস্থান করা খ্রিষ্ট ধর্ম যাজক যুক্তরাষ্ট্র নাগরিক ফাদার ইউজিন হোমরিক সিএসসিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। ড. আব্দুর রাজ্জাক এমপি এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জবাবে হোমরিক কৃতজ্ঞা জানিয়ে মধুপুরে অবস্থানের ৬১ বছরের স্মৃতি চারণ করেন।