মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩ জানুয়ারি (শনিবার) মধুপুর উপজেলার জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক বিপুল রিছিল ও ববিতা দফো এর সঞ্চালনায় এবং কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেনু সমাদ্দার সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সচেতন নাগরিক কমিটি(সনাক)’র ইয়েস বিষয়ক উপ-কমিটির সভাপতি শ্রীকুমার গুহনিয়োগী রানা, জলছত্র খ্রীষ্ট ধর্মপল্লির সহকারী পালপুরহীত হরি মাকারিও দাস সিএসসি, মধুপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. শফিকুল ইসলাম, ওসি-তদন্ত শহিদুল আলম, ব্রাদার বিনয় গমেস সিএসসি, ব্রাদার এলশন সিএসসি সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা মন্ডলি উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নানান খেলায় অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব প্রদর্শন করে।