স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার নরকোনা নামকস্থানে (১৭ সেপ্টেম্বর) বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মধুপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার লাভলু তরফদার জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার নরকোনা নামকস্থানে এসে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় ২৫জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে মৃত ঘোষনা করেন।
এছাড়াও কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম, পরিচয় পাওয়া যায়নি।উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আউলাদুজ্জামান আদরের নেতৃত্বে স্বেচ্ছায় রক্ত দেয়া হয় আহতদের।