লিটন সরকারঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার গাংগাইরের বোমা বাজার নামকস্থানে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাসের চাপায় মা-ছেলে সহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, মধুপুর উপজেলার বোকারকোনা গ্রামের ইয়াদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ হোসেন(২৮) ও তার মা বেদনা বেগম(৫৫) এবং একই গ্রামের সুইখঅর ছেলে আশরাফুল ইসলাম(৩২)। এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা এসকে তুহিন জানান, টাঙ্গাইল থেকে প্রান্তিক পরিবহনের যাত্রিবাহী একটি বাস ময়মনসিংহ যাওয়ার পথে মধুপুরের গাংগাইরের বোমা বাজার নামকস্থানে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফরহাদ ও তার মা বেদনা বেগম নিহত এবং আশরাফুল গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে আশরাফুল ইসলাম মারা যায়।