মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় ভোট গ্রহনে কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম সরকার(সরকার শহিদ) ও পাখা প্রতীকের ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বুধবার(৩০ ডিসেম্বর) ভোট গ্রহনের দিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে সরকার শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পৌরসভার ১৭টি কেন্দ্রে ভোট গ্রহন চললেও কোন কেন্দ্রেই তাঁর পোলিংএজেন্ট নেই। সকালে ভোট গ্রহনের এক ঘন্টার মধ্যে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদেরকে জানালেও কোন প্রতিকার না হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে ‘ঘোষণা’ দেন।
অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পাখা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে একই অভিযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশিদ(প্রতীক পাখা) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মধুপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দীন জানান, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহন চলছে। অইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক ভোট কেন্দ্রে নজরদারি করছেন। দু’টি রাজনৈতিক দলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন লিখিত কোন কাগজপত্র পাননি। তবে, লোকমুখে তারা এ ধরণের খবর শুনেছেন।