মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিদ্যুতের লোডশেডিং, সেচকাজ ব্যাহত হওয়া ও ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় উপজেলার রক্তিপাড়া নামকস্থানে কৃষক ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে ও কাঠের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
শনিবার(১৬ এপ্রিল) দুপুরে ঘন্টাব্যাপি অবরোধ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচন্ড তাপদাহের কারণে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। এ সময় মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির কথা উর্ধতন কর্তপক্ষকে জানানোর আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসীরা জানায়, দ্রুততম সময়ের মধ্যে যদি বিদ্যুত সরবরাহ স্বাভাবিক না হয় তবে অবরোধসহ কঠোর আন্দোলনে যাবেন তারা।
এ ব্যাপারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ জানান, জামালপুর ৩৩ কেভি লাইন থেকে ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর এই ৩ উপজেলার জন্য ২৬ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও আমরা ১০ থেকে ১২ মেঘাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। সে হিসেবে মধুপুর উপজেলায় ৪ থেকে সাড়ে ৪ মেঘাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এদিকে সরবরাহকৃত বিদ্যুতের লো-ভোল্টেজের কারণেও বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক রাখা যাচ্ছে না।