মধুপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বেরীবাইদ ইউনিয়নের এক বিদ্রোহী প্রার্থীর নারী কর্মিদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে ওই বিদ্রোহী প্রার্থীর নারী ও পুরুষ কর্মিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছে।
রোববার (২জুলাই) বিকাল পৌণে পাঁচটা থেকে ঘন্টা ব্যাপি বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মানববন্ধনও করে।
আ’লীগ থেকে সাময়িক বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল কাদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া অভিযোগে থেকে জানা যায়, বাংলাদেশ আ’লীগ মনোনিত প্রার্থী জুলহাস উদ্দিনের নির্দেশে কতিপয় আওয়ামী লীগ কর্মি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী কাজে নিয়োজিত নারী কর্মিদের উপর আক্রমণ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। গায়ে হাত দিয়ে নাজেহাল করেছে। ২ নং ওয়ার্ডের জলছত্রে নির্মিত তার নির্বাচনী অফিস ভাংচুর, প্রচার মাইক ভাংচুর ,বিলবোর্ড ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করে আরও বলেছেন- নানা হুমকি ধামকিতে তার নির্বাচনী কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এমন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগের অনুলিপি দিয়েছেন।
বিক্ষোভে অংশ নেন তিন শতাধিক নারী পুরুষ। অংশ গ্রহণকারি দুইবোন আমিরন, জামিরন ছাড়াও মাসুম, আজিরনরা জানান, রোববার বেলা বারোটার দিকে জাঙ্গালিয়া ও জলছত্র এলাকায় ভোটের কাজে গিয়ে বেশ একদল মোটার সাইকেল আরোহী দ্বারা আক্রমণের শিকার হন। বিক্ষোভ প্রদর্শন ও অভিযোগ করতে তারা ১০/১৫ কিলোমিটার দূর থেকে মধুপুর উপজেলা প্রশাসনে ছুটে আসেন। এ অবস্থানকালে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস তাদের অভিযোগ গ্রহণ করেন। তিনি এ সময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা তাদের অবস্থানসহ বিক্ষোভ তুলে নিয়ে বাড়িতে ফিরে যায়।