মো. লিটন সরকার:

টাঙ্গাইলের মধুপুরে জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে (কৃষি পন্য) উন্নত জাতের আমের চারা ( বাউ-১৪ ) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) জলছত্র এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে’র উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রম উদ্ভোধন করেন এডিপি ম্যানেজার পরিতোষ রেমা।
মধুপুর উপজেলার অরণখোলা, মহিষমারা, আউশনারা ও কুড়ালিয়া ইউনিয়নসহ মোট ১৪ টি গ্রামের ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি জনকে ২৫ টি করে সর্বমোট ২৫০০ টি (বাউ-১৪) জাতের আমের চারা প্রদান করা হয়।
বিনামূল্যে আমের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিপি ম্যানেজার পরিতোষ রেমা, কৃষি কর্মকর্তা সুব্রত চাকমা, অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা হীরক গমেজ ও মাঠকর্মীবৃন্দ।
এমনই দেশীয় ফলের চারা পেয়ে খুশি মধুপুর উপজেলার চাষি পরিবার গুলো। পাশাপাশি এমন সময়ে চারা গুলো বিতরণ করা হচ্ছে যে সময়টাই গাছ গুলো বাঁচার সম্ভবনা অনেক বেশি। বর্ষাকালে গাছের চারা রোপনের সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় চারা দ্রুত মাটির সাথে লেগে যায় এবং বেঁচে থাকে। সময়ের সদ্ব্যব্যবহার করার জন্য কৃষি অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলা বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করছে।
তাছাড়া একটি গাছ একটি পরিবারের সম্পদ। একটি ফলের গাছ থেকে একটি পরিবারের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে তেমনি অতিরিক্ত ফল বিক্রি করে পারিবারিকভাবে লাভবান হবে। এসব কার্যক্রম সারাদেশে সম্প্রসারিত হলে পুষ্টিচাহিদার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।